কবিতা★ সেই মেয়েটি 👩🦰
কলমে✍️সাবিনা আফরিন।
সে ছিলো এক সদ্যফোটা গোলাপ পাপড়ি
যার সৌরভে মুখরিত হত চাররিদিক,
সকল বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন।
সে ছিলো এক দুরন্ত প্রজাপতি–
সারাক্ষণ ছুটে বেড়াতো এদিক আর ওই দিক।
ছিলো সে এক সহজ সরলা গ্রাম্য কিশোরী,
প্রকৃতির মতই ছিলো সে নির্মল এক নম্র তরুনী।
হঠাৎ তার পায়ে পড়লো এক পরাধীনতার শিখলবেরি।
আস্তে আস্তে জব্দ হতে লাগলো সারাক্ষণই।
সে যেনো বুঝতে পারলো,
তার মাঝে আজ সব কিছু ই যেনো বিলুপ্তির পথে।
নেই তার সেই চঞ্চলতা,নেই সেই দুরন্তপনা–
সব কিছু হারাতে বসেছে।
তবুও আবার দূর্বারগতিতে সামনে এগিয়ে যাওয়া ছিলো তার কাজ।
ফিরে পেতে চায় সেই মুখরিত দিনগুলি,
আবার হাসতে চায় প্রানখুলে—
ছুটে বেড়াতে চায় সেই সবুজ ঘাসের গালিচার মাঠে।
Leave a Reply