মোঃ জামশেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবািড়য়ার কসবা বায়েক ইউনিয়নের কাশিরামপুর গ্ৰামের গৃহবধূ নাছিমা আক্তার নাসরিনের হত্যাকারীদের গ্ৰেফতার সহ বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবািড়য়ার কসবা উপেজলার নয়নপুর বাজারে কাশীরামপুর গ্ৰামের গৃহবধূ এক সন্তানের জননী
নাছিমা আক্তার নাসরিনের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
কসবার বেলতলি গ্ৰামের নাছিমা আক্তার নাসরিনের হত্যাকারীেদর গ্ৰেফতারসহ বিচারের দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ২০২০সালে কাশিরামপুর গ্ৰামের ছবি মিয়ার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
যৌতুকের কারণে নানান নির্যাতন চালিয়ে গত ৬নভেম্বর সকালে নাছিমা আক্তার নাসরিনকে পরিকল্পত ভাবে পিটিয়ে হত্যা করেছে বলে মানববন্ধনকারীরা জানান। গত ৭নভেম্বর নিহত নাছিমা আক্তারের ভাই রিয়াজ মাহমুদ বাদী হয়ে মোঃ মোহন মিয়া,ছবি মিয়া,জমিলা খাতুন,আছমা বেগম ও নবী মিয়াকে আসামী করে কসবা থানায় মামলা রুজু করেন। পুলিশ জানায় আসামীদের গ্ৰেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।
নিহত নাছিমা আক্তারের পরিবারের সদস্যগন এবং এলাকাবাসী বিক্ষোভ ও
মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবী করেন।
Leave a Reply