কুমিল্লার প্রতিনিধি
আলাউদ্দিন রানা :
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
কুমিল্লা জেলাধীন কোতোয়ালি মডেল থানার বুধইর এলাকায় সোমবার বিকেলে র্যাব -১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে
অাটক করেছেন। আটকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার বুধইর গ্রামের মৃত শামসুল হক খান এর ছেলে মোঃছাদেক (৩৫) ও একই জেলার বুড়িচং থানার করিমাবাদ গ্রামের শফিউল্লাহর ছেলে মোঃ রাজু আহমেদ (৩০) বলে জানা যায়।
গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে পূর্বে
অস্ত্র আইনে মামলা রয়েছে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা
দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে সীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
Leave a Reply