গোমতি প্রতিদিন ডেক্স:
কুমিল্লা বিশ্বরোড বাসস্ট্যান্ডে, চালক হেলপার এবং সুপারভাইজারদের সমন্বয়ে, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে এবং মাদকের পরিহার সহ চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, গুপ্ত কর্মশালায়, প্রধান অতিথি ছিলেন জনাব মিজানুর রহমান অফিসার ইনচার্জ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা, তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রশিক্ষণের মাধ্যমে গাড়ি চালক হেল্পার সুপারভাইজারদের পরিবহন পরিচালনার মান উন্নয়ন করার লক্ষে এই আয়োজন। তিনি বলেন একজন চালক যদি গাড়ি সঠিক ভাবে গাড়ি চালান ট্রাফিক আইন মেনে তাহলে দূৱঘটনাৱ হাত থেকে নিজেদেৱ বাচানো সম্বভ।তাই গাড়ি চালানো অবস্থায় কোন প্রকার নেশা সেবন করা যাবে না যাত্রীদের সাথে সর্বদাই ভালো আচরণ করতে হবে এবং উন্নত সেবা প্রদান করার মন-মানসিকতা তৈরি করতে হবে তাহলে যেমনি জাতি পাবে সেবা ঠিক তেমনি চালকদেৱ সন্মান বৃদ্ধি পাবে।
আমার বিশ্বাস চালক সুপারভাইজার হেল্পার তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং মাদক থেকে দুৱে থাকে দায়িত্বের সাথে কর্তব্য পালন।করলে অংশ, চালক হেলপার ও সুপারভাইজারদের কে জনবান্ধব গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সর্বসাধারণের সাথে সৌজন্যমূলক আচরণ করেন এ বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন, পরিবহন সংশ্লিষ্ট বিষয়ে জনগণ ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকদের সাথে হাইও পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে এসআই সুলতান উদ্দিন চালক হেলপার ও সুপারভাইজারদের উদ্দেশ্য করে বলেন, সড়ক পরিবহন আইন মেনে চলা সহ, এর ও পরিবারের সদস্যদের, ত্বকের কুফল সম্পর্কে সচেতন করেন, উপস্থিত চালকদের শিশু শিক্ষা নারী নির্যাতন এবং স্বাবলম্বী তার বিষয়ে, বিভিন্ন দিক ও নির্দেশনা আর সম্পর্কে জোরালো বক্তব্য প্রদান করেন, এস আই সুলতান উদ্দিন, চালক ও হেলপাররা এই ধরনের কর্মশালা আরো করার জন্য আহ্বান জানান, জনসাধারণকে মহাসড়ক ব্যবহার সম্পর্কে, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কার্যক্রম, ভবিষ্যতেৱ জন্যে এই প্রশিক্ষণ কার্যক্রম আরো বেগবান করা হবে।
Leave a Reply