সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায়, মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা এর নেতৃত্বে এস.আই (নিঃ) আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১১ ই মার্চ সন্ধ ৬:১৫ ঘটিকার সময় বাঙ্গরা বাজার থানাধীন ১২ নং রামচন্দ্রপুর (উত্তর) সাহেবনগর এলাকার জাহেদ আলী মার্কেট এর তিন রাস্তার মোড় হতে পরিবহন যোগে অবৈধভাবে মাদক দ্রব্য গাঁজা নিয়া যাওয়ার সময় আসামীর গাড়িটি সন্দেহ হলে তল্লাশি করলে ১৫ কেজি গাজাপাওয়া যায়।
নূর মোহাম্মদ (২৮), পিতা- হোসেন মিয়া, মাতা- হনুফা বেগম, কৃপারামপুর, গ্রামের (মধ্যপাড়া, সরকার বাড়ী), থানা- হোমনা, জেলা- কুমিল্লা, গাড়ীটি তল্লাশির পর আসামির কাছে থাকা ৫ টি গাঁজার গোল্লা পায় পুলিশ। আসামির হেফাজত হইতে উদ্ধারকৃত গাঁজা ১৫ (পনের) কেজি ও একটি সাদা রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে।
অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার ওসি মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন এই বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে আজ রবিবার আসমি বিজ্ঞান আদালতে প্রেরণ করা হবে। এই সংক্রান্তে বাঙ্গরা বাজার থানা মামলা নং- ৭, তারিখ- ১১/০৩/২০২৩ ইং, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১৯ (খ)/৩৮ রুজু করে এস আই হৃদয় পাল এর নিকট তদন্তভার অর্পন করা হয়েছে।
Leave a Reply