মোহাম্মদ ইকবাল হোসেন :
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভরাসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও গুণীজন সমাবেশ হয়। ২০শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
অত্র বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবদুল ওয়াদুদ খন্দকার এর সঞ্চালনায় শিক্ষার্থী মোঃ নয়ন হোসেন এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম, সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি সাবেক সহকারী পুলিশ সুপার কাজী আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ মতিন এমবিএ, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য আবদুস সাত্তার, হাজী ফরিদ উদ্দিন, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, অভিভাবক সদস্য ফারুক আহমেদ ভূঁইয়া।
প্রাথমিকের প্রধান শিক্ষক জহুরুল মেধা খানম,সাংবাদিক মোছলেহ উদ্দিন, ইন্জি. বাছির খান, ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন অভিভাবক লাভনী সরকার সহ এলাকার সুশীল সমাজ, ছাত্র ছাত্রীদের অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উপস্থিত অভিভাবকদের মধ্যে অনেকেই আছেন ছাত্র জীবনে অনেক মেধাবী ছিলেন, যে কোন কারণে প্রতিষ্ঠিত হতে পারেননি আপনারা আপনাদের মেধাটুকু কাজে লাগিয়ে আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলুন।
বিশেষ অতিথি জনাব এমএ মতিন এমবিএ বলেন আমি এই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত ক্লাসে সব সময় প্রথম হয়েছি এবং এস এস সি পরীক্ষায় বুড়িচং- ব্রাহ্মণ পাড়া উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম বিভাগে উর্তীন্ন হই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (অনার্স):এমবিএ ফার্স্ট ক্লাস ) পেয়ে দীর্ঘ পেশাগত জীবনে সফলতা অর্জন করে আজকে নিজ বিদ্যাপীঠে অতিথি হিসেবে বক্তব্য রাখছি | তিনি তার জীবনের সফলতার কথা গুলো ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উদাহরণ হিসেবে তুলে ধরেন |
তিনি আরও বলেন দীর্ঘ ৩৪ বছর পর আজ আমার প্রানের শিক্ষা প্রতিষ্ঠানে এসে অতিথি হিসেবে বক্তব্য রাখছি,তাই আমি চাই তোমরাও একদিন এই প্রতিষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবে ,জীবনে সফলতার গল্প শুনাবে।
Leave a Reply