মোঃ ইকবাল হোসেন নিজস্ব প্রতিবেদক :
সকল কল্পনার জল্পনার অবসান ঘটিয়ে শিদলাই মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিদলাই দারুল ইসলাম ডিগ্রি ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
০৭/০৯/২২ রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
এতে সাধারণ অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান সভাপতি সরকার ফাউন্ডেশন জয়লাভ করেন। সাধারণ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন ১/আব্দুস সাত্তার সরকার ২/ সবুজ সরকার ৩/ মোহাম্মদ কামাল হোসেন তাছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম, আতাউর রহমান সরকার,নিলুফা আক্তার সহ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউনিয়ন ও সোহেল রানা এসময় উপস্থিত ছিলেন
তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণ পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
Leave a Reply