মোঃহাসান। কুমিল্লা, হোমনা প্রতিনিধি :
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কুমিল্লার হোমনা থানার উদ্যোগে আনন্দ র্যালি ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে থানা কম্পাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ উৎসব করা হয়। হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল ও
সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, যুবলীগের সাধালণ সম্পাদক কায়সার বেপারী ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, পুলিশ কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
Leave a Reply