1. admin@dailygomutipratidin.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের  সীতাকুন্ড থেকে মাদক সহ মদক কারবারী গ্রেফতার করেছে  র‌্যাব-৭ একটি হারানো বিজ্ঞপ্তি চট্টগ্রাম মহানগরীর হালিশহর হতেনারী নির্যাতন, ধর্ষন ও হত্যাচেষ্টার আসামি  গ্রেফতার করেছে র‌্যাব-৭ বন্দর -ইপিজেড পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত… চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামীকে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭ বুড়িচং জরইন আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম গভঃ মুসলিম হাই স্কুলে গণহত্যা দিবসের সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সন্তানের মৃত্যু পিতা গুরুতর আহত। চট্ট ফেনী হতে ১৩,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; মা-ছেলেসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামে মাদক সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭, ২

কুমিল্লায় অবৈধ ইট ভাটার মালিকের প্রতারণায় সর্বস্বান্ত কয়েকটি পরিবার

  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৪৫ বার পঠিত

এম এ মান্নান

কুমিল্লার হোমনা উপজেলায় স্বল্পমূলে ইট দেয়ার নামে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভাটার মালিকের বিরুদ্ধে।

ওই ইট ভাটার নাম মের্সাস ন্যাশনাল ব্রিকস এটি হোমনা উপজেলার ভাষা ইউনিয়নে পরিষদে অবস্থিত।

ভুক্তভোগী মোহাম্মদ হাসান অপরাধ বিচিত্রাকে বলেন সল্পমূল্যে ন্যাশনাল ব্রিকসের মালিক কামরুল হাসানের নিকট থেকে কাঁচা কাটা ইট ক্রয়করে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করি রশিদের মাধ্যমে যার বিক্রয় মূল ৭ লক্ষ টাকা কিন্তু তিনি দীর্ঘ ১বছর যাবৎ বিভিন্ন কৌশলে বাহানায় এরিয়ে যাচ্ছে আমাকে তাই নিরূপায় হয়ে গত চার মাস আসে হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেছি তারপর ও মিলছে না ন্যাশনাল ব্রিকস মালিক প্রতারক কামরুলের দেখা।

নাম না প্রকাশ করা একাধিক ব্যক্তি বলেন, ২০২১ সাল থেকে ন্যাশনাল ব্রিকস প্রতি বছর স্বল্পমূল্যে ইট বিক্রির কথা বলে বিভিন্ন ধাপে নামে শতাধিক মানুষের কাছ থেকে ১কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ব্রিকসের মালিক প্রতারক কামরুল ইসলাম । মূলত স্বল্পমূল্যে ইট বিক্রির নামে তারা প্রতারণার ফাঁদ পাতেন তিনি।

তার কাছে ভুক্তভোগীরা ইট বা টাকা ফেরত চাইতে গেলে তার স্থানীয় ক্যাডার দিয়ে হুমকি ও মামলা দেয়ার ভয় দেখান। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, হোমনা থানায় লিখিত অভিযোগ দিলে ও ভাটা মালিক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছেন না।

ভুক্তভোগীরা বলেন চক্রটির কাজ হলো স্থানীয় প্রবাসী, চাকরীজিবীদের ও দিনমজুরিদের কাছে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইট নেয়ার আগ্রহ সৃষ্টি করা। এমনকি চক্রের সদস্য ব্রিকসের ম্যানেজার ও দালাল সহ ৫-৬ জনকে এজেন্ট নিয়োগ দিয়ে তাদের দিয়ে চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে ইট কিনতে রাজি করায়।

নাম না প্রকাশ করা এক ভুক্তভোগী অপরাধ বিচিত্রাকে বলেন তাদের কথা মতো ভাটার ম্যানেজারের কাছে দুই দফায় সাড়ে চার লাখ টাকা আমি জমা দেই। আমাদের রশিদও দেয়া হয়। ন্যাশনাল ব্রিকসের নামে আমরা ইট সংগ্রহ করতে গেলে বলে, ‘ইট পোড়ানো হয়নি, ইট প্রস্তুত হলে দেয়া হবে। অথচ মৌসুমে বাইরে বিভিন্ন ক্রেতার কাছে তারা ঠিকই ইট বিক্রি করেছেন।

বিষয়টি আমরা জেনে ভাটার মালিক কামরুল ইসলামের নিকট গেলে তিনি নানানরকম তাল বাহানা শুরু করেন। নিজের সঞ্চয় করা এতগুলো টাকা আত্মসাৎ করে নেয়ায় আমি অসহায়ভাবে জীবনযাপন করছি। আমার মতো অনেকেই এই ইটভাটার প্রতারণার শিকার।

স্থানীয় নাম না প্রকাশ করা আরেক ভুক্তভোগী বলেন। খুব কষ্ট করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বাড়ি নির্মাণের জন্য টাকা জমিয়ে ছিলাম। স্থানীয় ন্যাশনাল ব্রিকসের কাছে ৫ লক্ষাধিক টাকা জমা দেই। ইটও দেয়নি, টাকাও দেয়নি। টাকা চাইতে গেলে বলে সামনের বছরে দেব। এমন করে বছরের পর বছর ঘুরালেও তারা আমার টাকা বা ইট কোনোটাই দিচ্ছে না।

আরেক ভুক্তভোগী বলেন আমার কাছ থেকে তার এজেন্টরা তিন লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। এখন ইট দিচ্ছে না; টাকাও দিচ্ছে না। টাকা চাইতে গেলে তার ছেলের সন্ত্রাসীবাহিনী ও পুলিশ দিয়ে মামলা দেয়ার ভয়ভীতি দেখান। প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিক।

এবিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে প্রতারক কামরুল ইসলাম বলেন আমি সবাইকে টাকা কিংবা ইট ফেরৎ দিব। আমি মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছি।

হোমনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম অপরাধ বিচিত্রাকে বলেন ঘটনা সত্য কিন্তু আমি এই পযন্ত কয়েকটি অভিযোগের ভিত্তিতে কিছু টাকা ও ইট উদ্ধার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Gomuti Pratidin
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!