গোমতী প্রতিদিন ডেক্স:
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর৷ এসময় তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
শুক্রবার (২০ মে) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে যান তিনি।
এসময় ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, সাংবাদিক মোক্তার হোসেনের উপর যারাই এই সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে৷ যাতে সন্ত্রাসীরা আর কোনো সাংবাদিকের ওপর হামলার সাহস না পায়৷
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন উপস্থিত ছিলেন৷
Leave a Reply