গোমতী প্রতিদিন ডেক্স :
বহুদিন প্রত্যাশিত ১নং ওয়াড এর এই ব্রিজ কালবাড জলাশয় সড়ক নির্মাণের অভাবে কতইনা কষ্ট করেছেন এই ভালবাসার প্রিয় মানুষ গুলো। অনেক বড় বড় নেতা এবং চেয়ারম্যান এই সহজ সরল মানুষ গুলো কে বহু স্বপ্ন দেখিয়েছেন নির্বাচনের সময় হলে নানান প্রতিশ্রুতি দিতেন চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা।
কিন্তু দুঃখের বিষয় হল পাস করার পর আর কাউকে খুজে পাওয়া যায়নি, পাশকরার পর কেউবা ভুনতেন নিজেদের প্রয়োজন কেউবা আবার ঢাকায় বিলাশবহুল বাড়িতে খুজে পাওয়া যেতনা পরিষদে কেউ কেউ এই মহল্লাকে হেয়পূর্ন করে কথা বলত কিন্তু যোগাযোগ উন্নয়ন করার চেষ্টা করেনি কোন জনপ্রতিনিধি ।
এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা উপজেলা ভাইস চেয়ারম্যানও।কিন্তু আজ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে ওয়াদা করে চেয়ারে বসার পাঁচ মাসের মধ্যে, বরা বর্ষার মৌসুমে একটি ব্রিজের কাজের শুভ সুচনা করেন আজ জনতার চেয়ারম্যান তারুণ্যের শক্তি ও অহংকার ২নং শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর।
শিদলাই বাসীর যেন আজ প্রকৃত একজন অভিভাবক খুঁজে পেয়েছে বলে দাবি এলাকা বাসীর , জনপ্রতিনিধি হিসেবে তিনি একজন মহান নেতা কিভাবে জনগনের কল্যানে কাজ করতে হয় তা দেখিয়েছেন এই কর্মবীর যিনি ২নং শিদলাই ইউনিয়ন পরিষদের ৯টি ওয়াডের মধ্যেই বিশাল ভোটের ব্যবদানে চশমা প্রতীকে নির্বাচিত হয়েছেন।
তাই তিনিই আজ জনতার চেয়ারম্যান কিন্তু বোল ড্রেজার দিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন সাইফুল ইসলাম আলাউল আকবর স্বর জমিনে দেখাযায় কখনো লেবারের আবার কখনো রাস্তায় দাড়িয়ে সাক্ষর করছেন সনদে। তিনি নিজে ১৫/০৬/২২ইং রাত ১টার দিকে শিদলাই ৮নং ওয়াডে রাস্তার কাজ করাচ্ছেন বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে। কেউ কেউ এই মহল্লাকে হেয়পূর্ন করে কথা বলত
জনগনের আস্তা এবং বিশ্বাস নিয়ে (পুমকারা, পূর্ব পুমকারা, লাড়ুচৌ, দিঘীর পাড় ও বেড়াখোলা) প্রথম কোন চেয়ারম্যান কাজ শুরু করল বলে এলাকাবাসীর দাবী ।
Leave a Reply