নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় সিএনজি অটোরিকশা করে পরিবারের সদস্যদের নিয়ে স্বজনদের বাড়িতে দাওয়াতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হলেন এক ব্যবসায়ী।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা উওরদা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ইউসুফ জাবেদ (৩৭) সে একজন ব্যবসায়ী তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বড় বাড়ীর মাওলানা হাবিবুর রহমানে ছেলে এবং খিলা ১ নং ওয়ার্ডের বর্তমান ফারুক মেম্বারের সম্পর্কে চাচাতো ভাই হয় ।
খবর পেয়ে লাকসাম হাইওয়ে থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান এ সময় এসআই জসিম উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায়
দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি এতে একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান গাড়ি জব্দ করা হয়েছে।
Leave a Reply