শাহনাজ ভুঁইয়া
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার গোমতী নদী থেকে ইয়ামিন হোসেন রবি (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইয়ামিন হোসেন রবি কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে গোমতী নদীর টিক্কারচর অংশে একটি মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply