গোমতী প্রতিদিন ডেক্স :
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফানুল হক রিফাত। বিরোধী দলের মেয়র হওয়ার পরও কুমিল্লাবাসীর কথা চিন্তা করে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সরকারের বিভিন্ন প্রকল্প এনে দিয়েছেন তাকে। সেই টাকা লুটপাট করেছেন সদ্য বিদায়ী মেয়র সাক্কু। এক কাজ একাধিক বার টেন্ডার করেছেন, কুমিল্লাবাসীকে নগরীর সুযোগসুবিধা থেকে বঞ্চিত করেছেন।
সোমবার (৬জুন) রাত ৮টার দিকে নগরীর কচুয়া চৌমুহনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রিফাত বলেন, আমি আশাবাদি ১৫ জুন কুমিল্লাবাসী আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে সাবেক মেয়রের সব দুর্নীতি প্রকাশ করবো। সুন্দর পরিচ্ছন্ন কুমিল্লা নগরীকে নষ্ট করে ফেলেছেন সাক্কু। এজন্য নগরবাসীর কাছে তাকে জবাবদিহি করতে হবে।
সকাল থেকে আরফানুল হক রিফাত নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সকল ব্যবসায়ীর এলাকা বাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
এর আগে গত ২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয় প্রচার প্রচারণা। আগামী ১৩ জুন মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ১৫ জুন সকাল ৮টা থেকে ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন নগরবাসী।
এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬
Leave a Reply