নিজস্ব প্রতিবেদক :
(কুসিক) নির্বাচনকে সামনে রেখে চালানো অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (২১ মে) দিনগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত কুমিল্লা শহরের শাসনগাছা রেললাইনের দুপাশে ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত জন এবং নিয়মিত মামলায় পাঁচ আসামি রয়েছেন।
সিটি নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরইমধ্যে কুমিল্লায় অভিযান পরিচালনা করছে পুলিশ, র্যাব ও বিজিবি।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ জুন। রোববার ছিল প্রার্থীদের আপিলের শেষ দিন। ২৫ মে’র মধ্যে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং ২৭ মে হবে প্রতীক বরাদ্দ।
Leave a Reply