চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বোর্ড অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
২০/০৫/২২ইং শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর এলাকার স্হানীয় আনোয়ার হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন দৈনিক গোমতী প্রতিদিন কে বলেন, ‘বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথেই অজ্ঞাত বাসের চাপায় এ দুর্ঘটনাটি ঘটে। সে সময় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনা স্হলে মগজ বের হয়ে যায় এবং চেহারা বিকৃত হয়ে যায়। আমরা মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছি। আইনানুগ ব্যবস্থার গ্রহণের পর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করবো।’
তিনি আরও জানান, এ ঘটনায় আবদুল জব্বার (২০) নামের আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সে একই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
Leave a Reply