1. admin@dailygomutipratidin.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের  সীতাকুন্ড থেকে মাদক সহ মদক কারবারী গ্রেফতার করেছে  র‌্যাব-৭ একটি হারানো বিজ্ঞপ্তি চট্টগ্রাম মহানগরীর হালিশহর হতেনারী নির্যাতন, ধর্ষন ও হত্যাচেষ্টার আসামি  গ্রেফতার করেছে র‌্যাব-৭ বন্দর -ইপিজেড পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত… চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামীকে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭ বুড়িচং জরইন আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম গভঃ মুসলিম হাই স্কুলে গণহত্যা দিবসের সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সন্তানের মৃত্যু পিতা গুরুতর আহত। চট্ট ফেনী হতে ১৩,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; মা-ছেলেসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামে মাদক সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭, ২

চসিক রাজস্ব সার্কেল-৪ এর এসেসম্যান্ট রিভিউ শুনানীতে মেয়র

  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫ বার পঠিত

 

গোমতী প্রতিদিন ডেক্স:

চসিক রাজস্ব সার্কেল-৪ এর এসেসম্যান্ট রিভিউ শুনানীতে মেয়র গৃহকরের ছাড় পেয়ে সন্তুষ্ট চিত্তে বাড়ী ফিরেছেন নগরীর গৃহকরদাতাগণ।

চট্টগ্রাম ১২ মার্চ-২০২৩’খ্রি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সাকেল-৪ (ওয়ার্ড নম্বর ২৯,৩০,৩১,৩৩ ও ৩৪) এর এসেসমেন্ট রিভিউ বোর্ডের গণশুনানী আজ রবিবার সকালে পুরাতন নগর ভবনের কে.বি আব্দুচ ছত্তার মিলনায়তনে করদাতাগহণের উপস্থিতিতে অনুষ্ঠিত। রিভিউ বোর্ডে গৃহকরের জন্য আপিল করে করদাতারা করছাড় পেয়ে সন্তুষ্টিচিত্তে বাড়ি ফিরেন।
এভাবে বিভিন্ন ওয়ার্ডের করদাতারা আপীল শুনানীতে উপস্থিত হলে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী জানতে চান আপনি কত কর দিতে চান, কেউ বলেন পাঁচশত টাকা, কেউ বলেন এক হাজার টাকা বাড়ান, আবার কেউ আগের পরিমানেই কর দিতে ইচ্ছা পোষণ করলে মেয়র তাদের ইচ্ছা অনুযায়ী কর নির্ধারণ করে দেন। এ সময় মেয়র বলেন, কিছু অসাধু লোক নগরীর করদাতাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তিনি তাদের ব্যাপারে নগরবাসিকে সতর্ক থাকার আহবান জানান। মেয়র বলেন আমি চট্টগ্রামের ছেলে। যে চট্টগ্রামের মানুষেরা আমাকে ভোট দিয়ে মেয়র নিবার্চিত করেছেন, তারাই গৃহকর নিয়ে ভোগান্তিতে পড়বে এটা আমি কখনো হতে দিবনা।
মেয়র আরো বলেন, ২০১৭ সালে যে কর মূল্যায়ন করা হয়েছিল তাতে অনেক অসাঙ্গতি ছিল। যার কারণে সাবেক মেয়র মরহুম এ.বি,এম মহিউদ্দিন চৌধুরী নেতৃত্বে নগরবাসী আন্দোলন শুরু করলে সরকার তা আমলে নিয়ে স্থগিত কেরছিল। দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০২২ সালে তা পুনরায় চালু করার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশনা আসে, যে কারণে আবার কর আদায়ের কার্যক্রম শুরু করা হয়। তিনি বলেন, কর মূল্যায়নের ক্ষেত্রে অসঙ্গতি দূর করার জন্য ৮টি সার্কেলে আপীল বোর্ডে গঠন করা হয়। এর মধ্যে ৭টি সার্কেলের আপীল বোর্ডে আমার উপস্থিতিতে গনশুনানীতে অংশগ্রহন করে করদাতারা হাসিমুখে বাড়ী ফিরে গেছেন। প্রসঙ্গক্রমে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনে ২৭%, বরিশালে ২৭%, রংপুরে ২০% এর কথা উল্লেখ করে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১৭% গৃহকর নেয়া হচ্ছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকাশ্য সরকারের ট্যাক্স বন্ধ করে দেয়ার ঘোষনা আইনগত দন্ডনীয় অপরাধ। তিনি বলেন, আইন ও বিধি না জেনে আন্দোলন করা ঠিকনা। তিনি আরো বলেন, গৃহকর সম্পর্কে মানুষের মাঝে দীর্ঘদিন যাবৎ ভুল ধারনা ছিল, তা থেকে বেরিয়ে এসে  নগরবাসীকে গৃহকর প্রদানের আহŸান জানান ।
এ সময় করদাতাদের পক্ষে পাথরঘাটার আবুল মুনছুর চৌধুরী বলেন, আমরা অনেক বিভ্রান্তিকর কথা শুনে গৃহকর নিয়ে ভীত ছিলাম। পরে বিভিন্ন লোকজনের পরামর্শে আপীল বোর্ডে আসলে ৯ লক্ষ ২৮ হাজার টাকার ভ্যালুয়েশনকে মেয়র ২ লক্ষ ৮০ হাজার টাকা করে দিয়েছেন। অপর দিকে পশ্চিম মার্দার বাড়ীর জনৈক মোঃ এয়াকুব বলেন, আমার ৫ লক্ষ ৮৮ হাজার টাকার ভ্যালুয়েশনকে মেয়র ১ লক্ষ ৫০ হাজার টাকা করে দিয়েছেন। এই জন্য তারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আন্দোলনকারীদের নেতা অশিক্ষিত ও মুর্খ তারা না জেনে গৃহকর নিয়ে আন্দোলন করছে। চট্টগ্রামে এমন মেয়র পাওয়া আমাদের ভাগ্য যিনি মানুষকে কথা দিয়ে কথা রাখেন।
আপীল রিভিউবোর্ডের সভাপতি কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোহাম্মদ জোবায়র, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রিভিউ বোর্ডের সদস্য প্রকৌশলী শহীদুল আলম, এড. তৌহিদুল আলম, কর কর্মকর্তা মো. সারেক উল্ল্যা,উপ- কর কর্মকর্তা হাসান আহমেদ, তুষার কান্তি দাশ, বিপ্লব কুমার চৌধুরী। আজকের গণশুনানীতে অংশ গ্রহনের জন্য ৩৫০টি নোটিশ প্রদান করা হয়। এতে ৩০০টি আপিল নিস্পত্তি করা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর