মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধিঃ
গত ০২/০৬/২০২২ইং নিয়মিত অভিযানের অংশ এসআই (নিরস্ত্র) মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল-৭১ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভাস্থ শিমুলিয়া হাজী নুর হোসেন মিয়ার বাড়ীর নাছির উদ্দিন এর বসত ঘরের অবৈধ অস্ত্র-শস্ত্র মজুদ রাখা আছে। বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করিলে তিনিসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে জনৈক জহিরুল ইসলাম নিরবের বসত ঘর তল্লাশী কালে শয়ন কক্ষের খাটের নিচ হতে ০১(এক)টি লোহার তৈরী কিরিছ,
০১(এক) টি লোহার তৈরী কিরিছ, ০১(এক) টি লোহার তৈরী কিরিছ, ০১(এক) লোহার তৈরী চাইনিচ কুড়াল, ০১(এক)টি হাতল বিহীন ছোরা, ০১(এক) টি লোহার তৈরী ছোরা,০১(এক) টি লোহার তৈরী ছোরা, পুরাতন খোসা বিহীন গুলি ৪৪ রাউন্ড,
লোহার হাতলযুক্ত রিক্সার চেইন, যাহার লম্বা ২৮ইঞ্চি। উক্ত অস্ত্র হেফাজতকারীকে গ্রেফতার করে
পরবর্তীতে তাকে নিয়ে অভিযান করে অত্র থানাধীন গজারিয়া সাকিনের ৯নং ওয়ার্ডস্থ রমজান আলী ব্যাপারী বাড়ীতে ধৃত আসামী জহিরুল ইসলাম নিরবের আপন খালাতো ভাই মাহমুদুল হাসান সৌরভ (২০), পিতা- সোলাইমান এর বসত ঘরে তাহার ব্যবহৃত শয়ন কক্ষের বিছানার নিচ হইতে ০১(এক) টি পিস্তল সাদৃশ্য খেলনা জাতীয় পিস্তল, যাহা লম্বা ৮ইঞ্চি, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
Leave a Reply