তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার এর ব্যবসায়ীক প্রতিষ্ঠান ইকবাল বস্ত্র বিতানে একদল সন্ত্রাসী দেশিও অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর করেছে। এতে সাংবাদিক ইকবাল সহ ৫ জন আহত হয়েছে। বুধবার ( ০৫ অক্টোবর) রাত ৮ ঘটিকায় নবীগঞ্জ মধ্যবাজার নুরজাহান কমপ্লেক্সে ইকবাল বস্ত্র বিতানে এই হামলা করে সন্ত্রাসীরা।
জানা যায়, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক দল সন্ত্রাসী নুরজাহান কমপ্লেক্সে দেশিও অস্ত্র নিয়ে সাংবাদিক ইকবাল এর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় এতে ৫ জন আহত হয়। আহতরা হলেন,১। ইকবাল হোসেন (২৪), ২। সাফি মিয়া তালুকদার (৩২), ৩। বেলাল আহমেদ তালুকদার (২৬), ৪। শামীম আহমেদ (২০), ৫। নাঈম আহমেদ (১৯)।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তিব্র নিন্দা জানান।
এ ব্যাপারে সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার বলেন, হামলাকারীরা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে দেশিও অস্ত্র নিয়ে ভাঙ্গচুর ও হামলা চালায়। তারা আমার দোকানে বসার সকল টোল ভাংচুর করে এবং অনেক কাপড় নষ্ট করেছে এবং আমার দোকান থেকে আনুমানিক ৫০ হাজার টাকা লুটপাট করে। তাদের সাথে আমার বা আমার কোনো পূর্ব শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আমি ঘটনা শুনার সাথে সাথে রাতেই পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply