মোঃ কামাল হোসেন টিটু
কুমিল্লা বুড়িচং উপজেলার নিমাসার বাজারে কৃষি ব্যাংক সড়কের নাজমুল ট্রেডার্স নামের সার ও কীটনাশক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সারে ৯টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নাজমুল হোসেন ও মার্কেটের সভাপতি জয়নাল আবেদীন জানান, দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক নাজমুল। কিভাবে আগুন লেগেছি সে বিষয়ে নিশ্চিত না হলো তাদের ধারনা শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। নামজুল জানায় দোকানে প্রায় ১০/১২ লক্ষ টাকার মালামাল ছিলো। যার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এ খবর লেখার সময় রাত ১১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে বলে দেখা যায়। তাৎক্ষণিক ভাবে ফায়ারসার্ভিসের কর্মকর্তাগন কোন মন্তব্য করতে রাজি হননি।
বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই জাহিদুল ইসলাম জানন খবর পেয়ে নিমসার বাজারের অগ্নিকান্ডের ঘটনাস্থলে ছুটে আসি এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কে সহায়তা করি। ২০/৩০ মিনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Leave a Reply