নোয়াখালী প্রতিনিধি:
আজ ৩০ মে, “২০২২ খৃঃ সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ কর্তৃক সেনবাগ থানাধীন আজিজপুর সাকিনস্থ জনৈক হানিফ মেম্বারের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে আসামি
১. মো: মোস্তাফিজুর রহমান প্র: বাবু (৪০) পিং-মো: গোলাম মোস্তফাসাং- আব্দুল্লাহপুর (হাওলা বাড়ি) .২ মো: মোস্তফা (৩৫) পিং সাঈদুল হক সাং- আলয়ারপুর (ধনি মিয়ার নতুন বাড়ি)উভয় থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালীদের আটক এবং তাদের দখল হতে নিম্নবর্ণিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণঃ-
১। বিদেশী (INDIAN) বিয়ার HE-MAN 9000 Ultra Super Strong- ১০ (দশ) পিস ক্যান, প্রতিটি ক্যান- ৫০০ মিঃ গ্রাঃ।২. বিদেশি মদ (ইন্ডিয়ান) ROYEL GREEN WHISKEY ১৫ (পনের) বোতল। প্রতিটি বোতল- ৭৫০ মিঃ গ্রাঃ।৩. বিদেশি মদ (ইন্ডিয়ান) Black Puregraln Delux Whisky ১২ (বার) বোতল, প্রতিটি বোতলে ৭৫০ মিঃগ্রাঃ।৪. বিদেশি (ইন্ডিয়ান) মদ Signature Premier Grain Whisky ১০ (দশ) বোতল। প্রতিটি বোতলে 750 মিঃ গ্রাঃ।
৫. বিদেশি (ইন্ডিয়ান) মদ Royal Stag ১৫ (পনের) বোতল, প্রতিটি বোতলে ৭৫০ মিঃ গ্রাঃ ও
৬। ০৮ (আট) কেজি গাঁজা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
Leave a Reply