শারমিন আক্তার বগুড়া প্রতিনিধি :
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :আদমদিঘীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।
২২ অক্টোবর ২০২২,
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলা পরিষদ সভাকক্ষে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব টুক টুক তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা।
আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের মহিলা সদস্যা মুন্জুয়ারা বেগম, মিজানুর রহমান বাবু , ( আমেরিকা )নিউইয়র্ক বাংলা ডটকমের উত্তরবঙ্গের সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, মোটর যান চালক, মোটর মালিক, যাত্রী-পথচারীদের মধ্যে সচেতনতার বাড়াতে হবে। তবেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব।
Leave a Reply