গোমতী প্রতিদিন ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট দলের ১৩৬ রানে পড়ে গিয়েছিল ৯ উইকেট যা জয়ির আশা ছেড়ে দিয়েছিল বাংলাদেশ । মিরাজের বীরত্বে শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রান তুলে প্রায় মিরাকল ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ভারতের ১৮৬ রান। ২৪ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
ম্যাচে ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে ১৮৬ রানে আটকে দেওয়ার নায়ক সাকিব আল হাসান। রান তাড়ায় অধিনায়ক লিটন দাস খেলেন ৪১ রানের ইনিংস। তবে তাদের ছাপিয়ে নায়ক মিরাজ। প্রায় নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে প্রাণ ফিরিয়ে দিল মিরাজ। ৩৯ বলে ৩৮ রানের স্মরণীয় ইনিংসে আসলে মূল নায়ক মিরাজ।
মোস্তাফিজকে নিয়ে শেষ উইকেট জুটে ৪১ বলে ৫১ রান তুলেছেন তিনি। যার মধ্যে ৩৭ রানই তার ব্যাটে।
Leave a Reply