বি বাড়িয়া জেলা প্রতিনিধি :
সরাইলে খালের পানিতে ডুবে আরাফাত নামে আড়াই বছরের নামের এক শিশুর মৃত্যু হয়েছে জানাগেছে । মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে হালুয়াপাড়া এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলা সদর ইউনিয়ন হালুয়া পাড়া মোঃ মুরাদ মিয়ার ছেলে।
নিহত পারিবারিক সুত্রে জানা যায় আরিফ বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নোমান মিয়া গণমাধ্যম কে জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশু মৃত্যু হয়।
Leave a Reply