মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর মোরশেদা বেগম বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে (২৮ অক্টোবর ২০২২) শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের মাঠে ৫০ পাউন্ডের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সুভ সূচনা ও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোস্তফা কামাল। পরে আতশবাজি ফানুস উড়ানো হয়। আগামী ১৪ জানুয়ারি মহামিলন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হবে।
উক্ত উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও শিক্ষানুরাগী জয়নাল হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব ফখরুল আলম। প্রকৌশলী মনিরুজ্জামান বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম মাস্টার, বিদ্যুৎসাহী সদস্য জসিম উদ্দিন মাষ্টার, সাবেক শিক্ষক আবুল হাসেম, মোহাম্মদ আলী, হারুন অর রশীদ, শশীদল আবু তাহের কলেজের অধ্যক্ষ পিজিউল আলম,আহম্মদ উল্লাহ, ব্যাংকার আব্দুর রহিম,এইচ এম মোস্তফা কামাল, এ কে এম সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহিলা কলেজের প্রভাষক মো শাহজাহান,প্রধান শিক্ষক তৌহদুল ইসলাম ,সাজসজ্জা কমিটির আহ্বায়ক জামাল হোসেন, সালেহ আহমেদসহ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।
Leave a Reply