নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস, ২০২২ ইং উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বুধবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এই আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আবুল হাসেম খান এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার,বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
আলোচনায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা থানা কমান্ডার শাহাজাহান চেয়ারম্যান,
বীর মুক্তিযোদ্ধা সরু মিয়া মেম্বার, সমাজ সেবা অফিসার আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন বুড়িচং উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আমীর হোসেন।
Leave a Reply