মোঃ সোহেল ইসলাম নিজস্ব প্রতিবেদক ।
কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের আয়োজনে শনিবার বিকালে পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বেলুন উড়িয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি মারুক রহমান। বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি মারুক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি থানা কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে বুড়িচংয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পুলিশ কুচকাওয়াজ প্রদর্শন করে। পুলিশের এই শোভাযাত্রায় পুলিশিং কমিটি ছাড়াও সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফারির ইনচার্জ মো: জাবেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান হাজী আবু তাহের, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ইউপি সদস্য ফয়েজ আহাম্মদ, মো: জহিরুল হক, মো: নসু মিয়া, সুলতান আহাম্মদ মুন্সী, যুবলীগ নেতা আবদুল কাইয়ুম, জসিম উদ্দিন আবির, জালাম হোসেন, নজরুল ইসলাম, থানার এসআই পর্যায়ক্রমে বলাই চন্দ্র দেব নাথ, শরিফুর রহমান, নয়ন মিয়া, রুহুল আমিন, আবদুল জব্বার, আবদুল আজিজ, রুকুনজ্জামান, কাজী হাসান উদ্দিন, রাজিব চৌধুরী, জাহিদুল হক, মামুন হোসেন, এএসআই পর্যায়ক্রমে আবদুল মালেক, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মহসিন কবির, সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, নুরুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply