মোহাম্মদ ইকবাল হোসেন নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকার নিত্যপণ্য ও সারের দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
(৪ সেপ্টেম্বর ২০২২) রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ও সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।বুড়িচং উপজেলার ফকিরবাজারে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স মোল্লা স্টোরকে ১৫ হাজার টাকা এবং মুল্য তালিকা সংরক্ষণ না।
করা ও বেশি দামে তেল বিক্রি করায় মেসার্স আবুল হোসেন স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারসহ নিত্যনতুন অন্যান্য দোকানও তদারকি করা হয়।
অভিযানের খবর শুনে তারাহুড়া করে ফার্মেসি ও অন্যান্য দোকান বন্ধ করে পালিয়ে যায়। সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply