মোঃ সোহেল ইসলাম
উপজেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে মোঃ জয়দল হোসেন (৫০) নামের অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামে এ ঘটনাটি ঘটে। সুত্রে জানা যায় টাকুই গ্রামের ইয়ার খান মেম্বারের বাড়ির মৃত আলীর ছেলে মোঃ জয়দল হোসেন( ৫০) মারাযান। ব্যাটারী চালিত অটো রিকশা চালক মোঃ জয়দল হোসেন রবিবার দুপুরে (২.৩০) মিনিটে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরে ঘরে প্রবেশ করে ভাত খেতে বসে টিভি অন করে।
এসময় টিভিতে সমস্যা দেখা দিলে তিনি টিভির পিছনে হাত দিলে বিদ্যুতের তারে হাত জড়িয়ে গেলে তার ছেলে আমজাদ দেখতে পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। তাৎক্ষণিক মোঃ জয়দল হোসেনকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply