প্রিন্স কুমার আকাশ,চরফ্যাশন উপজেলা,প্রতিনিধিঃ
চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছকে দুপুরে অগ্নিকান্ড হলো আর ওখানে অনেক বাচ্চা রা স্কুলে ভিতরে আটকে ছিলো কিন্তু বাচ্চারা ভিতরে ভয়ে চিতকার করতে করতে কেউ অঙ্গান হয়ে গেছে কেউ আবার দৌর দিতে গিয়ে অনেক বাচ্চারা আহত হয়েছে।
আর আগুন নিবানোর গাড়ি এসে ভাইরা নিবাইছে আগুন বেশি না দরতে দরতে তারা এসে নিবাইছে কিন্তু আগুন বেশি দরতে পারে নায় কারন দরার আগেই নিবাইছে
কিন্তু বাচ্চারা ভয়ে কতুহল সৃষ্টি হলো স্কুলে।
স্কুলে আগুন লাগছে একটা মিটার থেকে।
আর কারেন্টে বেশি বলটিস থাকাতে মিটার গরম হয়ে আগুন লেগে গেছে
অনেক বাচ্চাদের মা বাবা বলছিলো যে হঠাৎ এই ঘটনা টা ঘটে আর বচ্চারা ভয়ে চিৎকার করে তখন স্কুলের স্যার ম্যাডামরা ও অনেক ভয় পায় যদি ওনাদের বাচ্চাদের কোনো ক্ষতি হয়
তাই তারা আগে বাচ্চাদের স্কুলের দ্বিতিয় তালা থেকে বাচ্চাদের নামাতে গিয়ে অনেক বাচ্চা আটকে গেছে সিরির গেট বন্ধ হয়ে গেছে আর তখন
তারা কিছু না ভেবে বচ্চাদের উদ্ধার করার জন্য দ্বিতীয় তালার জানালা ভেঙ্গে বাচ্চাদের নিজ তালায় লাপ দিতে বলছে অনেক বাচ্চারা তার জন্য হাতে পায় বেথা পাইছে কারো হাত পা ছরে গেছে কিন্তু বেশি কিছু হতে দেয় নায় ফায়ার সাভির্সের লোকেরা তখন ছিলো তারা তাদের হেল্প করছে
আপনারা এই দূরঘর্টনার শিকার না হতে চাইলে আগে থাকতে কারেন্টের লাইন গুলো ঠিক করে দেখবেন
একটা একসিডিন্ট সারা জীবনের কান্না।
Leave a Reply