মোঃ সবুজ খান
মির্জাপুর টাংগাইল
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সুলাইমান খান বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব পদে পদোন্নতি হওয়ায় তার এই সাফল্যে মসদই গ্রামবাসী গর্বিত। তার এই সাফল্যের জন্য মসদই জনকল্যাণ সংঘের আয়োজনে আজ আগামী ৪ঠা মার্চ রোজ শনিবার দুপুর ২,৩০ মিনিটে সংবর্ধনার শুরু হশ। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৭ মির্জাপুর আসনের মির্জাপুর যুবসমাজের আইকন মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ। সভাপতিত্বে করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আমিনুর রহমান লস্কর সাবেক প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ,উক্ত সংবর্ধনায় উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ আলীম খান সেলিম প্রতিষ্ঠাতা ভাই চেয়ারম্যান মেঘনা ব্যাংক লিঃপ্রতিষ্ঠাতা,রাজাপুর আনোয়ারা বেগম গার্লস কলেজ, সভাপতি রাজাপুর আদর্শ সমিতি। আরো উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান খান সদস্য (পিরচালন বিতরণ) অবসর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা, মোঃ হাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মির্জাপুর টাংগাইল,জনাব মোঃ জুলফিকার হায়দার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মির্জাপুর টাঙ্গাইল, জনাব মাহবুব আলম মল্লিক চেয়ারম্যান ৭ নং উয়াশী ইউনিয়ন পরিষদ,জনাব মোঃ বেলায়েত হোসেন খান ম্যানেজিং পার্টনার ট্রাস্ট মিডিয়া, জনাব মোঃ নাসিমুল ইসলাম খান চেয়ারম্যান আফিয়া নীটওয়্যার লিঃ,জনাব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা সিও খান এসোসিয়েটরস প্রতিষ্ঠাতা পরিচালক গুলশান কমার্স কলেজ, জনাব আবু বকর ছিদ্দিক খান রিপন ব্যবস্থাপনা পরিচালক ওডিসি ক্যারাফট লিঃ,জনাব বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খান মজিবুর, জনাব শাজাহান মিয়া অবসর প্রধান শিক্ষক মৈশামুড়া উচ্চ বিদ্যালয়, জনাব বদরুদ্দোজা খান সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট সাউথইস্ট ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিগন।
Leave a Reply