মোঃ জামশেদ মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা যমুনা টিভি এবং দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় আজ বুধবার সকাল ১০টায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দৈনিক যুগান্তর পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি বি, এম, ইনয়ামুল ইসলাম বুরহানের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম,
প্রথম আলো কসবা প্রতিনিধি সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন পলা, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক শেখ কামাল উদ্দিন।
এ সময় কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ, সুধিজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান।
পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply