মোঃহাসান স্টাফ রিপোর্ট কুমিল্লা হোমনা:
কুমিল্লা হোমনা রঘুনাথপুর মাদ্রাসা সংলগ্ন তিতাস নদীর ব্রিজের নিচে,
রঘুনাথপুর মমিন বাড়ির মোঃ কামাল মিয়ার ছেলে,
সোলেমান নামে এক যুবককে আজ রবিবার রাত ৮ /৩০ মিঃ হোমনা থানা, গ্রাম ডহরগোপ, শশুর বাড়ি থেকে আসার পথে রঘুনাথপুর তিতাস নদীর ব্রিজের নিচে ,
কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। ছেলেটি রক্তাক্ত অবস্থায় শোর চিৎকার করে ব্রিজের নিচ থেকে মাদ্রাসার, দানবাক্সের সামনে এসে অবচেতনহয়ে রাস্তায় পড়ে যায়।
এমত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোমনা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা রাতের অন্ধকারে কাউকে দেখে চিহ্নিত করতে পারেনি।
ভিকটিম অজ্ঞান থাকায় তার আসল কারণ এখনো জানা যায়নি।
তবে সন্ধ্যারাতে এমন ঘটনা দেখে আতঙ্ক বিরাজ করছে এলাকার জন সাধারণের মনে ।
স্থানীয়রা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল রহস্য উদ্ধার করার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী
Leave a Reply