গোমতী প্রতিদিন ডেক্স ঃ
২০২২ সালের ডিসেম্বর মাসেই চালু হতে যাচ্ছে কর্ণফুলী টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীন এই টানেল বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশের টানেল। মূল টানেল এবং অ্যাপ্রোচ সড়কসহ সবমিলিয়ে কাজের অগ্রগতি ৮৬ শতাংশ।
৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই টানেলে প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। টানেলের পূর্ব ও পশ্চিম ও প্রান্তে থাকছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক। এ ছাড়া ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ রয়েছে আনোয়ারা প্রান্তে।
বন্দরনগরীর পতেঙ্গা নেভাল অ্যাকাডেমির পাশ দিয়ে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় নেমে যাওয়া এই পাতাল পথ কর্ণফুলীর ওপারে আনোয়ারায় সিইউএফএল ও কাফকোর মাঝামাঝি এলাকা দিয়ে আবার ভূপৃষ্ঠে উঠবে। ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার টানেলে দুটি টিউব দিয়ে যাওয়া আসা করবে যানবাহন।
Leave a Reply