মোঃ জামশেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
পবিত্র আজমীর শরীফের সম্মানিত মোয়াল্লেম সৈয়দ সালেহ উদ্দিন নাদিম চিশতী সাহেব ১২০ আউলিয়ার পূণ্য ভূমি মুড়ারবন্দ দরবার শরীফের হযরত সিপাহসালা সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশিন সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী ও মুড়ারবন্দ দরগাহ কমিটির সদস্যরা।
হযরত শাহ জালালের সাথে ১২০৩ সালে ইয়েমেন দেশ থেকে ৩৬০ জন মানুষ এসেছিল অত্যাচারী শাসক গৌর গোবিন্দকে দেশ থেকে বিতারিত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য।
তন্মমধ্য হযরত সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) ছিলেন হযরত শাহজালাল ইয়ামিন (রহঃ) এর প্রধান সঙ্গি
সিলেট ও তরফ তথা হবিগঞ্জ বিজয়ী অলিয়ে কামেল যিনি ইন্তেকালের পুর্বে অছিয়ত করেছিলেন পুর্ব – পশ্চিমে দাফন করার জন্য, কিন্তু শরিয়তের বিধান মোতাবেক লাশ পুর্ব – পশ্চিমে দাফন করার বিধান পাওয়া যায় নাই, বিধায় সঙ্গিয়রা উত্তর – দক্ষিণে দাফন করেন।
দাফনের পর ৪০ কদম দূরে আসার পরে উনার মাজার শরীফ আপনা আপনি ঘুরে পুর্ব -পশ্চিমে হয়ে যায়। (সুবহানাল্লাহ)
মুড়ারবন্দ দরবার শরীফে বছর ব্যপিয় মাজার শরীফ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।
মাজার শরীফ জিয়ারতের সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়
Leave a Reply