1. admin@dailygomutipratidin.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের  সীতাকুন্ড থেকে মাদক সহ মদক কারবারী গ্রেফতার করেছে  র‌্যাব-৭ একটি হারানো বিজ্ঞপ্তি চট্টগ্রাম মহানগরীর হালিশহর হতেনারী নির্যাতন, ধর্ষন ও হত্যাচেষ্টার আসামি  গ্রেফতার করেছে র‌্যাব-৭ বন্দর -ইপিজেড পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত… চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামীকে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭ বুড়িচং জরইন আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম গভঃ মুসলিম হাই স্কুলে গণহত্যা দিবসের সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সন্তানের মৃত্যু পিতা গুরুতর আহত। চট্ট ফেনী হতে ১৩,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; মা-ছেলেসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামে মাদক সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭, ২

স্বপ্নবাগিচা স্কুল উৎসব আয়োজিত

  • আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮ বার পঠিত

গোমতী প্রতিদিন ডেক্স:

চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যালয় স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের আয়োজনে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি মাঠে দুইদিন ব্যাপী স্কুল উৎসব আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্কুল ও অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে এই উৎসব আয়োজন করা হয়।
শুক্রবার (৩ মার্চ, ২০২৩) বিকাল ৪টায় স্কুল উৎসব আয়োজন উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনকালে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে গনিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডসহ অনেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত। আমি দেখেছি এইসব জায়গায় শুধু ধনী পরিবারের সন্তানরাই নয়, অনেক মধ্যবিত্ত এবং নি¤œ মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানরাও অংশ নেয় এবং প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়। তাই আমাদের কাজহলো সর্বক্ষেত্র থেকে আমাদের মেধাবীদের খুঁজে বের করা। তিনি আরো বলেন, আমরা দেশের সব ছেলেমেয়েকে লেখাপড়া করিয়ে সামনে এগিয়ে আনতে চাই। স্বপ্নবাগিচা তাদের মত আরো কিছু সংগঠনকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটি করছে। যা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত শিশুদের শিক্ষায় আলোয় আনতে সাহায্য করবে।
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, পৃথিবীতে বড় বড় কাজ বেশি টাকা দিয়ে হয় না। যদি বেশি টাকা দিয়ে কাজ হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, সাহিত্যিক ও শিল্পীরা হতো মধ্যপ্রাচ্যে। কারণ তাদের সবচেয়ে বেশি টাকা পয়সা। ফলে, যেকোন কাজের জন্য প্রয়োজন আন্তরিকতা ও ভালবাসা। আমি দেখছি স্বপ্নবাগিচা মানুষের জন্য সে ভালবাসা বুকে ধারণ করতে পেরেছে। তারা অত্যন্ত সুন্দর করে একটি সংগঠন গড়ে তুলতে পেরেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে প্রথম দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিক হায়দার চৌধুরী।
সকাল ১০টায় পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার করার কর্মশালার মধ্য দিয়ে উৎসব আয়োজনের সূচনা করা হয়। এরপর একে একে আয়োজিত হয় লোকনকশা কর্মশালা, র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী সংগীত পরিবেশন করে চট্টগ্রামের অগ্নিবীনা পাঠাগারের সদস্যরা। এছাড়া ¤্রাে নৃত্য ও গান পরিবেশন করে বান্দরবানের পাওমাং শিশু সনদ। এরপর স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্বের শেষে আদিবাসী নৃত্য ও গান পরিবেশন করে খাগড়াছড়ির ‘পাঠশালা বিন্দু থেকে’। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো পরিবেশন করেন ‘প্রীতম ও বন্ধুরা’ এবং ব্যান্ড দল ‘মাদল’।
স্কুল উৎসব আয়োজনের সদস্য সচিব এবং স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম বলেন, ২০১৯ সালে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ৩০ জন শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন। প্রতিষ্ঠার ৫ বছর পর বর্তমানে রেলওয়ে কলোনি এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর ১৫০ জন শিশু এই বিদ্যালয় থেকে নিয়মিত পাঠ গ্রহণ করছে। পাঠদানের পাশাপাশি সংগঠনের আয়োজনে আরো চালু হয়েছে স্বপ্নবাগিচা ছুটির দিনের পাঠশালা এবং স্বপ্নবাগিচা আরোগ্য নিকেতন। দরিদ্র এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত শিশুদের ধূসর ও মলিন জীবনে উৎসবের আমেজ নিয়ে আসতেই স্কুল উৎসব আয়োজন করা হয়েছে। দুইদিনব্যাপী উৎসবে পরিবেশিত হবে শিশুদের নানা কর্মশালা, ছবি আকাঁর মেলা, খেলাধূলা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (৪ মার্চ, ২০২৩) প্রধান অতিথি উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান। এদিন শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, খেলাধুলার পাশাপাশি আবৃত্তি নৃত্য পরিবেশন করবে চারুলতা বিদ্যালয়। এছাড়া নাটক ও নৃত্য পরিবেশন করবে যথাক্রমে চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত স্বপ্ননগর বিদ্যানিকেতন এবং মাটিরাঙ্গায় অবস্থিত পিঠাছড়া পাঠাগার। সবশেষ সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ড দল সরলা এবং জলের গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর