মোঃহাসান নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার “ফিদেল কাস্ত্রো স্মৃতি পদক -২০২২ এ ভূষিত হয়েছেন।
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য” সাউদ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন ” এর উদ্যোগে এ পদক প্রদান করা হয়।
আজ শুক্রবার, ১৯ আগস্ট বিকাল ৫ টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সেগুন বাগিচাস্থ কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে ” হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা শেষে এ পুরস্কার প্রদান করা হয়।
সংস্থার সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক ছিলেন এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, বিশরষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
জানাগেছে, কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সসদস্য সেলিমা আহমাদ মেরীর আস্তাভাজন হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার একজন সফল রাজনীতিবীদ ও দক্ষ সংগঠক।
তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পাশা পাশি সমাজসেবার তিনি যথেষ্ঠ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply