মোঃ জামশেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১৭ আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্ৰেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালে ১৭ আগস্টে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এড, রাসেদুল কাওছার ভুঁইয়া জীবনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম জি হাক্কানী, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন (জুয়েল) উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন (রিমন), উপজেলা যুবলীগের সভাপতি এম এ, আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, সকল ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর,সহ আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগের সকল অংগ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেদুল কাউসার ভুইয়া জীবনের নেতৃত্বে কসবা সুপার মার্কেট ব থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এসে শেষ হয়
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাসেদুল কাউসার ভুইয়া জীবন বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনো দেশের ভালো চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে।
তিনি আরো বলেন, ১৭ আগষ্ট আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো। আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
Leave a Reply