গোমতী প্রতিদিন ডেক্স :
গ্রেফতারকৃত আসামির বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান-
সূত্র: রাঙ্গুনিয়া থানার মামলা নং-২০(০৯)২০২০, ধারা-১৪৩/৪৪৭/৩২৫/৩০৭/৩২৩/৩০২/৫০৬ পেনাল কোড।
জায়গা জমির বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারি ও সংঘর্ষে মাথায় লোহার রডের আঘাতে রাঙ্গুনিয়া থানাধীন খীলমোঘল খামারিপাড়া এলাকার বাসিন্দা ইউনুস মিয়া (৫৯) গুরুতর আহত হইলে চিকিৎসার জন্য দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার ভিকটিম ইউনুস মিয়াকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলিয়া ঘোষণা করেন। উক্ত ঘটনায় সূত্রে বর্ণিত মামলার রুজু হইলে আসামিগণ পলাতক হয়। পিবিআই মামলাটি তদন্তভার প্রাপ্ত হইয়া পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোহাম্মদ নেজাম উদ্দিন, পিপিএম-সেবা আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামি মনির আহমদ, পিতা-মৃত খলিলুর রহমান, সাং-খীলমোগল, খামারি পাড়া, থানা-রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করিতে সক্ষম হয়।
অদ্য ২৪/০৮/২০২২ ইং তারিখ গ্রেফতারকৃত আসামী মনির আহমদ ভিকটিমকে হত্যা করার বিস্তারিত স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Leave a Reply