গোমতী প্রতিদিন ডেক্স:
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে আইআইইউসি ডিপার্টমেন্টাল স্টোর এন্ড গিফট শপের শুভ উদ্বোধন”
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ক্যাম্পাসে আইআইইউসি ডিপার্টমেন্টাল স্টোর এন্ড গিফট শপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ৭ই জানুয়ারি, ২০২৩ (শনিবার) তারিখে দুপুর ৩ টায় অনুষ্ঠিত হয়। আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী আইআইইউসি ডিপার্টমেন্টাল স্টোর এন্ড গিফট শপের শুভ উদ্বোধন করেন। মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। আইআইইউসি ডিপার্টমেন্টাল স্টোর এন্ড গিফট শপের সাফল্য কামনা করছি।” এ সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কাইসার, টিএমডি ও এসএডি চেয়ারম্যান প্রফেস্বর ড. মাহি উদ্দীন, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন সহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply